Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
দধি সাগর
বিস্তারিত

কাহালু উপজেলাধীন পাইকড় ইউনিয়নের আড়োলা হাটের সামান্য পূর্বে ঐতিহাসিক এ জলাশয়ের নাম ‘‘দধি সাগর’’ কথিত আছে বঙ্গপতি মহারাজাধিরাজ শাল বাহনের রাজত্বকালে প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য এ পুকুরটি খনন করা হয়। পরবর্তীতে ঐ পুকুরে প্রতিমা বিসর্জনকালে প্রতিমাটি না ডোবায় দৈববাণী মারফত অবগত হয়ে রাজা পুকুরটিতে দুধ ঢেলে পানির রং সাদা করে দেন। সেই থেকে এ পুকুরটির নামকরণ ‘‘দধি সাগর’’ হয় বলে জনশ্রুতিতে জানা যায়। বর্তমানে পুকুরটির চারপাশে আশ্রায়ন প্রকল্প গড়ে তোলা হয়েছে।